মিয়ানমারে পাচারের সময় ৩৭৫ বস্তা সিমেন্টসহ আটক ৮

By নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
6 December 2025, 08:23 AM

মিয়ানমারে সিমেন্ট পাচারের সময় কক্সবাজারের বাঁকখালী নদীর মোহনা থেকে আট জনকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তাদের একটি নৌযান থেকে বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ করা হয়।

আজ শনিবার সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকায় কোস্টগার্ড বিশেষ অভিযান চালায়। এ সময় একটি সন্দেহভাজন ফিশিং বোট তল্লাশি করে ৩৭৫ বস্তা সিমেন্ট জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা। এগুলো মিয়ানমারে পাচার করা হচ্ছিল। এ ঘটনায় নৌযানে থাকা আটজন পাচারকারীকে আটক করা হয়েছে।