ট্রাফিক পুলিশকে ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়া সেই অটোরিকশাচালক গ্রেপ্তার
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স
রাজধানীর কাকরাইল মোড়ে ট্রাফিক সিগন্যাল অমান্য করা সেই সিএনজিচালিত অটোরিকশাচালক মো. মাঈন উদ্দিনকে (৫০) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
আজ সোমবার রাজধানীর রমনা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি টিম মাঈন উদ্দিনকে গ্রেপ্তার করে।
সম্প্রতি কাকরাইল মোড়ে ট্রাফিক সিগন্যাল অমান্য করেন ওই অটোরিকশাচালক। তাকে বাধা দিতে গেলে ট্রাফিক পুলিশ সদস্যকে ছেঁচড়ে প্রায় ২০০ মিটার নিয়ে যায়।