নির্বাচনী অপরাধ বিচারের দায়িত্বে ৬৫৩ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

By স্টার অনলাইন রিপোর্ট
19 December 2023, 12:28 PM
UPDATED 19 December 2023, 20:33 PM

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন অপরাধের বিচার দ্রুত সম্পন্ন করতে ৬৫৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।

গতকাল সোমবার নির্বাচন কমিশন (ইসি) এ সংক্রান্ত একটি আদেশ জারি করে।

এতে বলা হয়, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা আগামী ৭ জানুয়ারি নির্বাচনের দুইদিন আগে থেকে দুইদিন পর পর্যন্ত ৫-৯ জানুয়ারি দেশের ৩০০ আসনে দায়িত্ব পালন করবেন।

ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালনকালে নির্বাচন সংক্রান্ত কোনো অপরাধ আমলে নিলে, ইসি সচিবালয়ের উপসচিবের (আইন) কাছে প্রতিবেদন পাঠাতে হবে।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নিয়োগে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত নভেম্বরে সুপ্রিম কোর্টের পরামর্শে আইন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিল ইসি।