আচরণবিধি লঙ্ঘন: আ. লীগের ২ প্রার্থীকে ইসির তলব

By স্টার অনলাইন রিপোর্ট
25 December 2023, 16:46 PM

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কুমিল্লা-৬ আসনে নৌকা প্রতীকের প্রার্থী আকম বাহাউদ্দিন বাহার ও বরগুনা-১ আসনে একই দলের প্রার্থী ধীরেন্দ্রনাথ শম্ভুকে তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার রাতে ইসির আইন-শাখার উপ-সচিব মো. আব্দুছ সালাম ওই প্রার্থীকে তলব করার পৃথক চিঠি পাঠিয়েছেন। তারা দুইজনই একাদশ জাতীয় সংসদের সদস্য।

চিঠিতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী তারা একাধিকবার নির্বাচন পূর্ব অনিয়ম করেছেন ও আচরণবিধি ভঙ্গ করেছেন। এজন্য তাদের নির্বাচনী তদন্ত কমিটি কারণ দর্শাতে একাধিকবার নোটিশও দিয়েছিলেন।

চিঠিতে কেন প্রার্থিতা বাতিল করা হবে না, সে ব্যাখ্যা দিতে বাহারকে ২৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টায় ইসিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

অন্যদিকে জরিমানা অথবা প্রার্থিতা কেন বাতিল করা হবে না, সে ব্যাখ্যা দিতে শম্ভুকে ২৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় ইসিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আগামী ৭ ডিসেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।