সরকারি চাকরির তথ্য গোপন করে নির্বাচন, স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিনের প্রার্থীতা বাতিল

By স্টার অনলাইন রিপোর্ট
31 December 2023, 09:07 AM

সরকারি চাকরির তথ্য গোপন করে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মোহাম্মদ সালাহউদ্দিনের প্রার্থিতা বাতিল করেছেন সুপ্রিম কোর্ট।

একইসঙ্গে সরকারি চাকরির তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল ও জালিয়াতির অভিযোগে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ রোববার নির্বাচন কমিশনের আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।  

তিনি বলেন, 'সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারক বিচারপতি এম ইনায়েতুর রহিম স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও চট্টগ্রামের সিভিল সার্জনকে বিষয়টি তদন্ত করে সালাহউদ্দিনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।'

এছাড়া সালাহউদ্দিনকে জরিমানার টাকা আগামী ৭ দিনের মধ্যে সুপ্রিম কোর্টের ডে কেয়ার সেন্টারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মো. সালাহউদ্দিন পেশাগত পরিচয় গোপন করে চট্টগ্রাম-৪ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মনোনয়নপত্রে তিনি তার সরকারি চাকরির কথা উল্লেখ না করে ব্যবসাকে পেশা হিসেবে উল্লেখ করেছেন।

সূত্র জানায়, এক শতাংশ ভোটারের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে রিটার্নিং কর্মকর্তা (আরও) ও নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করলেও পরে আদালতে আপিল করে তিনি প্রার্থিতা ফিরে পান।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, সালাহউদ্দিন সরকারি ছুটি না নিয়ে ১৮ নভেম্বর থেকে অফিসে অনুপস্থিত। কর্তৃপক্ষ তার বিরুদ্ধে তিন বার কারণ দর্শানোর চিঠি দিলেও তিনি সাড়া দেননি।