বিএনপি নির্বাচনে গেলে তফসিল রিশিডিউল করা যেতে পারে: সিইসি

By স্টার অনলাইন রিপোর্ট
26 November 2023, 11:57 AM
UPDATED 26 November 2023, 18:18 PM

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বিএনপি আসন্ন নির্বাচনে যোগ দিলে নির্বাচনের তফসিল রিশিডিউল করা যেতে পারে।

আজ রোববার নির্বাচন কমিশনে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, 'যদি প্রয়োজন হয়, আমরা তফসিল রিশিডিউল করব এবং তাদের কীভাবে এতে অ্যাকোমোডেট করা যায় সেটি খুঁজে বের করার চেষ্টা করব।'   

সিইসি বলেন, নির্বাচন কমিশন শুধু একবার নয়, একাধিকবার বিএনপিকে আসন্ন নির্বাচনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।

তিনি আরও বলেন 'সময় এখনও শেষ হয়নি। আমরা সমঝোতার কথা বলেছি। তারা যোগ দিলে নির্বাচন উৎসবমুখর হবে এবং আমাদের জন্য পরিচালনা করা সহজ হবে।'

'তারা এখনও নির্বাচনে যোগ দিতে পারে। সেটি হলে আমাদের জন্য এবং পুরো জাতির জন্য সৌভাগ্য হবে', যোগ করেন তিনি।