সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল

By স্টার অনলাইন রিপোর্ট
15 December 2023, 05:47 AM
UPDATED 15 December 2023, 12:10 PM

বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ শুক্রবার সকালে নির্বাচন কমিশনের আপিল শুনানিতে এই রায় দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন।

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেন একই আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কর্নেল জাহিদ ফারুক। এ আবেদন মঞ্জুর হওয়ায় সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল হলো।

অন্যদিকে জাহিদ ফারুক মামলার বিষয়ে তথ্য গোপন করেছেন অভিযোগ তুলে তার প্রার্থিতা বাতিলের আপিল করেছিলেন সাদিক আব্দুল্লাহ। সেই আপিল নামঞ্জুর করা হয়। ফলে জাহিদ ফারুকের প্রার্থিতা বহাল থাকছে।

Faridpur human chain pic-03.jpg
সালাহ উদ্দীন আহমদ। ছবি: সংগৃহীত

কক্সবাজার-১ আসনে আওয়ামী লীগের সালাহ উদ্দীনের প্রার্থিতা বাতিলই থাকছে

কক্সবাজার-১ আসনের বাছাইয়ে বাদ পড়া আওয়ামী লীগ প্রার্থী সালাহ উদ্দীন আহমদের প্রার্থিতা ফিরে পাওয়ার আবেদন নামঞ্জুর হয়েছে। এতে উচ্চ আদালতের পর নির্বাচন কমিশনের আপিলেও হেরে গেলেন তিনি।

ঋণ খেলাপের অভিযোগে রিটার্নিং কর্মকর্তা সালাউদ্দিন আহমেদের প্রার্থিতা বাতিল করেছিল। এখন তার প্রার্থিতা বাতিলই থাকছে।