শপথ নিলেন নতুন সিইসি, ৪ নির্বাচন কমিশনার

By স্টার অনলাইন রিপোর্ট
24 November 2024, 08:08 AM

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ও চার নির্বাচন কমিশনার শপথ নিয়েছেন।

আজ রোববার দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান।

গত ২১ নভেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সংবিধানের ১১৮ (১) ধারায় সাবেক সচিব এ এম এম নাসির উদ্দিনকে নতুন সিইসি এবং চারজনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেন।

নতুন চার নির্বাচন কমিশনার হলেন- সাবেক অতিরিক্ত সচিব মো: আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমান মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।