৭৩ স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকের তালিকা প্রকাশ

By স্টার অনলাইন রিপোর্ট
28 September 2025, 04:27 AM
UPDATED 28 September 2025, 10:32 AM

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের জন্য ৭৩টি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

আজ রোববার কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এই তালিকা প্রকাশ করা হয়।

এতে বলা হয়, এই সংস্থাগুলোর বিরুদ্ধে যেকোনো দাবি, আপত্তি বা অভিযোগ ২০ অক্টোবরের মধ্যে নির্বাচন কমিশন সচিবের কাছে লিখিতভাবে জমা দিতে হবে এবং অভিযোগের সপক্ষে সহায়ক প্রমাণও জমা দিতে হবে।

যারা পেল পর্যবেক্ষকের দায়িত্ব