দলগুলোর সঙ্গে তৃতীয় দিনের সংলাপে ইসি, ডাক পেল যারা
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) আজ সোমবার আরও ১২টি নিবন্ধিত রাজনৈতিক দলকে সংলাপে ডেকেছে ।
রাজধানীর আগারগাঁওয়ে ইসির সদরদপ্তরে দিনের প্রথম অধিবেশনটি সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলবে।
প্রথম অধিবেশনে বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দ্বিতীয় অধিবেশনটি দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। ওই অধিবেশনে জাকের পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টি, বাংলাদেশ উন্নয়ন দল, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
অধিবেশনের শুরুতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আ ম ম নাসির উদ্দিন বলেন, এই ধরনের আলোচনা সাধারণত আগে থেকেই অনুষ্ঠিত হয়। বিভিন্ন বাস্তবতার কারণে আমরা তা আগে শুরু করতে পারিনি। আমরা দেরিতে শুরু করেছি। আমাদের দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং আমরা যে প্রেক্ষাপটে কাজ করছি তা আপনারা জানেন।
তিনি বলেন, রাজনৈতিক দল এবং তাদের সদস্যদের সহযোগিতা ছাড়া একটি ভালো নির্বাচন অনুষ্ঠান অসম্ভব। এটা একেবারেই নিশ্চিত। যদি রাজনৈতিক দলগুলো এটি না চায় এবং তারা যদি সমস্যা তৈরি করতে চায়, তাহলে আপনি দেখতে দেখবেন নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা দ্রুত অনিশ্চয়তায় পরিণত হতে পারে।
সিইসি বলেন, তারা রাজনৈতিক দলগুলোকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।