কখন কী বন্ধ হবে জানাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

By স্টার অনলাইন রিপোর্ট
22 August 2022, 08:34 AM
UPDATED 22 August 2022, 14:59 PM

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে কোন ধরনের প্রতিষ্ঠান কতক্ষণ খোলা রাখা যাবে, তা নির্ধারণ করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। প্রতিষ্ঠানের ধরনভেদে এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা উল্লেখ করে দক্ষিণ সিটি করপোরেশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বব্যাপী জ্বালানির অব্যাহত মূল্যবৃদ্ধিজনিত পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে রাত ৮টার পর দোকান, শপিংমল, মার্কেট, বিপণী বিতান, কাঁচাবাজার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এই নির্দেশনা অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এখতিয়ারধীন এলাকায় ১ সেপ্টেম্বর সকাল থেকে সব দোকান-পাট, শপিংমল, মার্কেট, বিপণী বিতান, কাঁচাবাজার, ব্যবসায়িক বা বাণিজ্যিক প্রতিষ্ঠান ও স্থাপনা, চলচ্চিত্র প্রেক্ষাগৃহ, চিত্ত-বিনোদনমূলক প্রতিষ্ঠান ইত্যাদির সময়সূচী নির্ধারণ করে দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সব ধরণের দোকান-পাট, শপিংমল, মার্কেট, বিপণী বিতান, কাঁচাবাজার, ব্যবসায়িক বা বাণিজ্যিক প্রতিষ্ঠান ও স্থাপনা রাত ৮টায় বন্ধ হবে।

রান্না করা হয় এমন রেস্তোরা রাত ১০টায় এবং খাবার সরবরাহ করা হয় এমন রেস্তোরা রাত ১১টায় বন্ধ হবে।

এ ছাড়া, চলচ্চিত্র প্রেক্ষাগৃহসহ চিত্ত-বিনোদনমূলক প্রতিষ্ঠান বা স্থাপনা রাত ১১টা পর্যন্ত, সাধারণ ওষুধের দোকান রাত ১২টা পর্যন্ত এবং হাসপাতালের সঙ্গে সংযুক্ত নিজস্ব ওষুধের দোকান রাত ২টা পর্যন্ত খোলা থাকবে।