মেট্রো স্টেশনে নবজাতকের জন্ম

By স্টার অনলাইন রিপোর্ট
12 January 2023, 05:32 AM
UPDATED 12 January 2023, 11:42 AM

মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে নবজাতকের জন্ম দিয়েছেন এক নারী।

আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপক মাহফুজুর রহমান।

তিনি জানান, ওই নারীর নাম সোনিয়া রানি। আজ সকালে স্বামী সুকান্ত সাহার সঙ্গে উত্তরা থেকে তিনি মেট্রোরেলে রওনা দিয়েছিলেন। ট্রেনটি আগারগাঁও স্টেশনে পৌঁছালে তার প্রসববেদনা উঠে। তখন স্কাউট সদস্য ও ডিএমটিসিএল কর্তৃপক্ষ দ্রুত তাকে স্টেশনের ফার্স্ট এইড কক্ষে নিয়ে যায়। পরে এক নারী চিকিৎসকের সহায়তায় নবজাতকের জন্ম হয়।

'মা-নবজাতক দুজনেই সুস্থ আছেন। পরবর্তীতে তাদেরকে অ্যাম্বুলেন্সে করে নিকটস্থ হাসপাতালে স্থানান্তর করা হয়', বলেন তিনি।