র‌্যাব মহাপরিচালক পদক পেল ৩ মরদেহ উদ্ধারকারী কুকুর

By স্টার অনলাইন রিপোর্ট
20 March 2023, 08:18 AM
UPDATED 20 March 2023, 14:34 PM

রাজধানীর গুলিস্তানে ভবন বিস্ফোরণের ঘটনায় উদ্ধার কার্যক্রমে অংশ নিয়ে নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করায় র‌্যাব মহাপরিচালকের পদক পেল ডগ স্কোয়াডের কুকুর 'চিতা'। এই প্রথম একটি কুকুর এই পুরস্কার পেল।

আজ সোমবার এ তথ্য জানিয়েছেন র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, 'দেশে প্রথমবারের মতো র‍্যাবের ডগ স্কোয়াডের একটি কুকুর বীরত্বপূর্ণ কাজের জন্য র‍্যাব মহাপরিচালক পদক পেয়েছে। র‍্যাবের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও র‍্যাব মেমোরিয়াল ডে ২০২৩ উপলক্ষে মহাপরিচালকের দরবার অনুষ্ঠানে চিতাকে এই পদক দেওয়া হয়।'