মামলা হয়েছে কি না জানতে ১৫ মিনিট সময় দিলেন হাইকোর্ট

By স্টার অনলাইন রিপোর্ট
27 March 2023, 09:09 AM
UPDATED 27 March 2023, 17:14 PM

নওগাঁয় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় কোনো মামলা হয়েছে কি না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য নিয়ে ১৫ মিনিটের মধ্যে তা আদালতেকে জানাতে সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদকে নির্দেশ দিয়েছেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বিত হাইকোর্ট বেঞ্চ।

সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার ভৌমিক র‌্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনা নিয়ে ডেইলি স্টারে প্রকাশিত একটি প্রতিবেদন উত্থাপন করলে হাইকোর্ট বেঞ্চ সপ্রণোদিত হয়ে এই আদেশ দেয়।

মনোজ কুমার ভৌমিক আদালতকে বলেন, সুলতানা জেসমিনকে র‌্যাব সদস্যরা তুলে নেওয়ার ৩১ ঘণ্টা পর তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।