মঙ্গলবার ঢাকা ছেড়েছেন ১২ লাখ ২৮ হাজার সিম ব্যবহারকারী

By স্টার অনলাইন রিপোর্ট
19 April 2023, 11:08 AM
UPDATED 20 April 2023, 17:31 PM

ঈদুল ফিতরের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ। গতকাল মঙ্গলবার ঈদের আগের শেষ কর্মদিবসে ১২ লাখ ২৮ হাজার মোবাইল ফোনের সিম ব্যবহারকারী ঢাকার বাইরে গেছে।

একই দিনে ঢাকায় এসেছেন ৬ লাখ ৬৭ হাজার সিম ব্যবহারকারী।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে আজ এই তথ্য জানিয়েছেন।

মোস্তাফা জব্বার দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি মোবাইল অপারেটরদের থেকে তথ্য সংগ্রহ করেছি। আমার মনে হয় গত সোমবার থেকেই মানুষ ব্যাপক সংখ্যায় ঢাকা ছাড়তে শুরু করেছে।'

তিনি আরও বলেন, সিমের এই সংখ্যা দিয়ে ঠিক কত মানুষ ঢাকা ছেড়েছেন তা নিশ্চিত করে বলা যায় না, কারণ একই মানুষ একাধিক সিম ব্যবহার করতে পারেন। একজন মানুষ সর্বোচ্চ ১৫টি সিম ব্যবহার করতে পারেন। তবে গড়ে প্রত্যেক ব্যবহারকারীর ১.৫টি সিম ব্যবহার করেন।

দেশে মোবাইল সিম ব্যবহারকারীর সংখ্যা ১৮ কোটি। এর মধ্যে প্রকৃত ব্যবহারকারীর সংখ্যা ১২ কোটি।

এই খাতের সঙ্গে যুক্তরা জানান, বহু শিশু, বয়স্ক ও দরিদ্র মানুষের হাতে মোবাইল ফোন নেই।