অবৈধভাবে গ্যাস ব্যবহার ও বিল বকেয়া, ঢাকার ৬ হাউজিং এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

By স্টার অনলাইন রিপোর্ট
15 May 2023, 17:09 PM
UPDATED 16 May 2023, 01:32 AM

অবৈধভাবে গ্যাস ব্যবহার ও বৈধ গ্রাহকদের কাছে বিপুল পরিমাণ গ্যাস বিল বকেয়ার থাকার কারণে ঢাকার ৬টি হাউজিং এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রেখেছে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ। 

আজ সোমবার তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। 

তিতাস জানিয়েছে, অবৈধভাবে গ্যাস ব্যবহার ও বৈধ গ্রাহকদের কাছে বিপুল পরিমাণ গ্যাস বিল বকেয়ার থাকার কারণে ১৫ মে থেকে ঢাকা মহানগরীর  মোহাম্মদপুর এলাকার ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান, নবীনগর হাউজিং, চন্দ্রিমা হাউজিং, একতা হাউজিং এবং তুরাগ হাউজিং এলাকার গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

তবে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি কতদিন সেখানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

এ ‍বিষয়ে জানতে তিতাসের ঢাকা মেট্রোর বিপণন ডিভিশনের (উত্তর) মহাব্যবস্থাপক মো. ইমাম উদ্দিন শেখকে মোবাইল ফোনে কল করা হলে তিনি ফোন ধরেননি।