মিরপুরে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ

By স্টার অনলাইন রিপোর্ট
18 July 2023, 06:04 AM
UPDATED 18 July 2023, 13:09 PM

রাজধানীর মিরপুরে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ চলছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে মিরপুরে সরকারি বাঙলা কলেজ গেটের কাছে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে থাকা দ্য ডেইলি স্টারের সংবাদদাতা জানান, বিএনপি নেতাকর্মীরা পদযাত্রার উদ্দেশে জড়ো হয়েছিলেন। তখন তাদের সঙ্গে মিরপুরের সরকারি বাঙলা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষই সংঘর্ষে জড়ায়।

বিএনপির কিছু কর্মী সেই সময় একটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেলে আগুন দেন। দুপুর ১২টায় দেখা গেছে, বাঙলা কলেজ গেটে দুই পক্ষই অবস্থান করছে এবং তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।

bnp_clash_ds3.jpg
ছবি: সাজ্জাদ হোসেন/স্টার

সবশেষ দুপুর সাড়ে ১২টায় ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের সংবাদদাতা জানান, বিএনপি কর্মীরা বাঙলা কলেজ এলাকা থেকে সরে গেছেন। ছাত্রলীগের নেতাকর্মীরা এখনো সেখানেই আছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।