‘ডিজিটাল নিরাপত্তা আইনের নাম পরিবর্তন, সংস্কার ও আধুনিকীকরণ করা হবে’

By স্টার অনলাইন রিপোর্ট
7 August 2023, 06:37 AM
UPDATED 7 August 2023, 14:31 PM

ডিজিটাল নিরাপত্তা আইনের নাম পরিবর্তন, সংস্কার ও আধুনিকীকরণ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৈঠক শেষে আইনমন্ত্রী আনিসুল হক দ্য ডেইলি স্টারকে জানান।

তিনি বলেন, 'আমরা ডিজিটাল নিরাপত্তা আইন আধুনিকীকরনের পাশাপাশি এর অপব্যবহার বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। একইসঙ্গে আমরা এই আইনের সংস্কার করে এর নাম বদলে সাইবার সিকিউরিটি অ্যাক্ট করতে যাচ্ছি। আমরা একইসঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইনের বিভিন্ন অনুচ্ছেদের সংস্কার করছি। মূলত আমরা শাস্তির পরিমাণ কমিয়েছি, অর্থাৎ আমরা মানহানির ক্ষেত্রে ফৌজদারি শাস্তির বিধান রদ করেছি। এটাই মূল বিষয়।

'মানহানির জন্য এখন আর আপনার জেল হবে না। এক্ষেত্রে অন্য শাস্তি বা জরিমানা হবে। নাগরিক প্রতিকার হিসেবে আমরা এটি চালু করছি।'

তাহলে কি আমরা বলতে পারি যে আপনারা এটা বাতিল করে নতুন একটি আইন করছেন- দ্য ডেইলি স্টারের এই প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, 'আমরা এটা সংস্কার করেছি। বাতিল তো আমি বলব না। বাতিল তো করি নাই। বাতিল বললে আপনারা আবার আমাকে ধরবেন যে সবই তো রেখেছেন; আপনি বাতিল বলেন কেন?'

সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা সাইবার নিরাপত্তা আইনের খসড়া মন্ত্রিপরিষদে আজ নীতিগতভাবে অনুমোদন হয়েছে বলে জানান আইনমন্ত্রী। এ ছাড়া তিনি বলেন 'এটাকে ভেটিংয়ের জন্য লেজিসলেটিভ ডিভিশনের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।'