৭-৮ সেপ্টেম্বর ঢাকা সফর করবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ

By স্টার অনলাইন রিপোর্ট
21 August 2023, 19:00 PM
UPDATED 22 August 2023, 11:57 AM

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আগামী ৭-৮ সেপ্টেম্বর ঢাকা সফর করবেন।

ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার আগে তিনি বাংলাদেশে ২ দিনের এ সফর করবেন।

সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গেও একটি আনুষ্ঠানিক বৈঠক করবেন লাভরভ।

সোমবার রাতে কূটনৈতিক সূত্র দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছে।

ইউক্রেনে সামরিক আগ্রাসনের কারণে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞাসহ বিভিন্ন চাপের মধ্যে লাভরভের বাংলাদেশ সফরের আলাদা গুরুত্ব আছে।

সূত্র জানায়, বাংলাদেশ সফরে লাভরভের সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বাণিজ্য ও বিনিয়োগ, রোহিঙ্গা সংকটসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

এছাড়া, সফরকালে তার সঙ্গে জাতিসংঘে রাশিয়াকে সমর্থন করাসহ বৈশ্বিক ভূ-রাজনৈতিক ইস্যু নিয়েও আলোচনা হতে পারে বলেও জানা গেছে।

এর আগে, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগদানের পাশাপাশি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গত বছরের নভেম্বরে বাংলাদেশ সফরের কথা ছিল লাভরভের। পরে ওই সফর বাতিল হয়।