ট্রানজিট নিয়ে করা যাবে ওমরাহ হজ: ধর্ম প্রতিমন্ত্রী

By স্টার অনলাইন রিপোর্ট
23 August 2023, 07:18 AM
UPDATED 23 August 2023, 13:25 PM

সৌদি আরবে ট্রানজিট নিয়ে ওমরাহ হজ করা যাবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

আজ বুধবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

এর আগে সৌদি আরবের প্রতিনিধি দলের সঙ্গে তিনি বৈঠক করেন।

হজের খরচ কমানো, হজে সার্বিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, 'আমাদের কথা শুনে ওনারা বলেছেন, উভয়পক্ষের আলোচনা সাপেক্ষে সব কিছুর সমাধান হবে।'

অতীতে এই ধরনের আলোচনা কখনো হয়নি বলেও জানান তিনি। ফরিদুল হক খান বলেন, 'হজমন্ত্রী প্রথম এলেন, সঙ্গে আরও একজন মন্ত্রী, ৩ জন উপমন্ত্রী এসেছেন। এই প্রতিনিধি দলের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা কোনো নেতিবাচক জিনিস পাইনি; যেটা আমরা কল্পনাও করতে পারিনি—ওনারা আজকে আলোচনায় এসে এত সুন্দর সমাধান দেবেন।'

তিনি আরও বলেন, 'যারা হজ করতে বা ওমরাহ করতে বা বেড়াতে যাবেন। তারা যদি আরও কিছু লোক সঙ্গে নিয়ে যান...অন্য কোথাও বেড়াতে যাচ্ছেন, সৌদি আরবে ট্রানজিট হয়েছে। ট্রানজিটে ৪ দিন থাকার ব্যবস্থা করতে সৌদি রাজি হয়েছে। সৌদি বলেছে, তারা ওমরাহ করে অন্য দেশে চলে যাক।'

আরও বেশি সংখ্যক মানুষকে হজের সুযোগ দিতে অনুরোধ করা হয়েছে জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, 'আমরা বলেছি, যতটুকু সম্ভব আপনারা সেটা ব্যবস্থা করবেন।'

কত বাড়ানো হবে জানিয়েছে কি না প্রশ্ন করা হলে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, 'সেটা আলোচনা সাপেক্ষে।'

হজের খরচ কমানোর প্রসঙ্গে তিনি বলেন, 'তারা বলেছেন, কোথাও যদি কমানোর সুযোগ থাকে, আমরা কমাবো।'