‘আওয়ামী লীগ আমাদের দল’ ভোট চাইলেন ওসি

By নিজস্ব সংবাদদাতা, জামালপুর
24 August 2023, 14:38 PM
UPDATED 24 August 2023, 23:48 PM

আওয়ামী লীগকে 'নিজের দল' উল্লেখ করে আগামী নির্বাচনে দলকে জেতাতে কাজ করতে বলেছেন জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর।

জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় ওসির এমন বক্তব্যের একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে গেছে।

গত ১৫ আগস্ট দেওয়ানগঞ্জ পৌরসভার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দেওয়ানগঞ্জ পৌর মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধরও বক্তব্য রাখেন। 

বক্তব্যে তিনি সংসদ সদস্য আবুল কালাম আজাদকে 'দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ মানুষের নয়নের মনি' বলে উল্লেখ করেন। 

বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, 'সামনে নির্বাচন আসছে। আমরা দলের জন্য কাজ করি, যেন আমরা পুনরায় আওয়ামী লীগ সরকারকে বিপুল ভোটে জয়ী করতে পারি।'   

আজ বৃহস্পতিবার এ বক্তব্যের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে গেলে আলোচনা-সমালোচনা তৈরি হয়।

আওয়ামী লীগের পক্ষে ভোট চাওয়ার বিষয়ে মন্তব্য জানতে আজ বৃহস্পতিবার দুপুরে ওসি শ্যামল চন্দ্র ধরকে ফোন করা হলে তিনি ডেইলি স্টারকে বলেন, 'এটা নিয়ে অনেক কিছু হয়ে যাচ্ছে। আমি আর কোনো মন্তব্য করতে চাচ্ছি না।'

জানতে চাইলে জামালপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান ডেইলি স্টারকে বলেন, 'ওসির বক্তব্যের বিষয়টি আমার জানা নেই। তবে ইউনিফর্ম পরে কোনো রাজনৈতিক দলের জন্য ভোট চাওয়া, না চাওয়া একান্তই তার (ওসির) ব্যক্তিগত বিষয়।'