এক্সপ্রেসওয়েতে প্রথম দিনে ১৩ লাখ টাকা টোল আদায় 

By স্টার অনলাইন ডেস্ক
3 September 2023, 19:22 PM
UPDATED 4 September 2023, 01:30 AM

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে প্রথম দিন রোববার ১৫ ঘণ্টায় ১৩ লাখ টাকার বেশি টোল আদায় হয়েছে।

প্রকল্প সূত্রে জানা গেছে, রোববার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ১৩ লাখ ৩০ হাজার ১৬০ টাকা টোল আদায় হয়েছে।

এ সময়ের মধ্যে এক্সপ্রেসওয়েতে মোট গাড়ি চলাচলের সংখ্যা ছিল ১৬ হাজার ৩৮৪টি।

অফিসিয়াল তথ্য অনুযায়ী, এ সময় বিমানবন্দর থেকে কামাল আতাতুর্ক, মহাখালী, ফার্মগেট পর্যন্ত সর্বাধিক যানজট দেখা গেছে।