নতুন বেতন কাঠামো প্রত্যাখ্যান করে মিরপুর-১০ এ পোশাকশ্রমিকদের অবস্থান

By স্টার অনলাইন রিপোর্ট
12 November 2023, 04:47 AM
UPDATED 12 November 2023, 12:49 PM

নতুন বেতন কাঠামো প্রত্যাখ্যান করে এবং বেতন আরও বাড়ানোর দাবি নিয়ে রাজধানীর মিরপুর এলাকায় রাস্তায় নেমেছেন কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

আজ রোববার সকাল ৮টার দিকে মিরপুর ১৩ ও ১৪ নম্বর সেকশনে শ্রমিকরা তাদের নিজ নিজ কারখানার সামনে জড়ো হতে থাকেন।

সকাল সাড়ে ৮টার দিকে তারা মিছিল নিয়ে মিরপুর ১০ নম্বর থেকে ১১ নম্বরের দিকে যান।

সরেজমিনে দেখা যায়, মিরপুর ১০ ও ১১ নম্বর সেকশনের মাঝামাঝি পুলিশ সদস্যরা পোশাকশ্রমিকদের আটকে দেন। তারপর তারা মিরপুর ১০ নম্বরের দিকে চলে আসেন এবং মিরপুর ১০ থেকে মিরপুর ১৪ যাওয়ার রাস্তার এক পাশে অবস্থান নেন।

কয়েকজন পোশাকশ্রমিক নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি স্টারকে জানান, সরকার ও মালিকরা শ্রমিকদের বেতন যে পরিমাণ বাড়ানোর কথা বলছেন বাস্তবে দেখা যাচ্ছে মূল শ্রমিকদের বেতন সে পরিমাণ বাড়েনি।

তারা আরও জানান, হাতে গোনা কয়েকজন হেলপারের বেতন বেড়েছে ৫৬ শতাংশ। অথচ অন্যদের বেতন বেড়েছে ২৫ শতাংশের কম।

ফলে বেশিরভাগ শ্রমিক প্রতারণার শিকার হয়েছেন বলে মনে করছেন তারা।

এদিকে, রাস্তায় অবস্থানের সময় পোশাকশ্রমিকরা অভিযোগ করেন যে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করেছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি।