সিলেটে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

By নিজস্ব সংবাদদাতা, সিলেট
28 February 2024, 05:50 AM
UPDATED 28 February 2024, 12:10 PM

গ্যাস সংকট নিরসনসহ পাঁচ দফা দাবিতে সিলেট জেলায় আজ বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট পালন করছেন পরিবহন শ্রমিকরা।

সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন গত রোববার এক সমাবেশে পরিবহন ধর্মঘটের ডাক দেয় এবং মঙ্গলবার দিনব্যাপী ধর্মঘটের প্রচার চালায়।

ভোর ৬টা থেকে পরিবহন ধর্মঘটের মধ্যে সিলেট জেলার আঞ্চলিক ও জাতীয় মহাসড়কে কোনো যানবাহন চলাচল করতে দিচ্ছেন না শ্রমিকরা। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

'রসিক' বরিস জনসন
সিলেটে সকাল থেকে চলছে পরিবহন ধর্মঘট। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। ছবি: শেখ নাসির/ স্টার

সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি ময়নুল ইসলাম বলেন, 'সিলেটের সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতে প্রতি মাসের ২০/২২ তারিখ থেকে গ্যাস সংকট দেখা দেয়। আমাদের বলা হয় মাসিক গ্যাস সরবরাহের লিমিট শেষ হয়ে গেছে। এ অবস্থায় গ্যাস সংকটে ভোগান্তিতে পড়েন পরিবহন শ্রমিকরা।'

তিনি বলেন, '২০২১ সালে পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা একটি মামলা, রাজনৈতিক মামলায় গ্রেপ্তার নেতাকর্মীদের জামিন ইত্যাদিসহ পাঁচ দফা দাবিতে আমরা এ ধর্মঘট পালন করছি।'