তৃতীয় পক্ষের মাধ্যমে যোগাযোগ করেছে জলদস্যুরা: কেএসআরএম

By নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
20 March 2024, 08:21 AM
UPDATED 21 March 2024, 09:59 AM

সোমালিয়ান জলদস্যুরা জিম্মি করা বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর মালিকানাধীন সংস্থা কেএসআরএমের সঙ্গে তৃতীয় পক্ষের মাধ্যমে যোগাযোগ করেছে।

আজ বুধবার কেএসআরএম গ্রুপের মিডিয়া বিষয়ক উপদেষ্টা মিজানুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

দুপুর সোয়া ২টায় তিনি বলেন, কিছুক্ষণ আগেই জলদস্যুরা তৃতীয় পক্ষের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। যেহেতু আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি, তাই আশা করছি তাদের সঙ্গে আলোচনা শুরু হলে এই সমস্যার সমাধান হবে।

জলদস্যুরা মুক্তিপণের বিষয়ে কিছু জানিয়েছে কি না, জানতে চাইলে এই বিষয়ে এখন বিস্তারিত কিছু জানাতে চাননি মিজানুল ইসলাম।