তাপপ্রবাহ: গুলিস্তানে জ্ঞান হারিয়ে একজনের মৃত্যু

By স্টার অনলাইন রিপোর্ট
23 April 2024, 07:11 AM
UPDATED 23 April 2024, 13:18 PM

চলমান তাপপ্রবাহে ঢাকার গুলিস্তানে হাঁটার সময় অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

ওই ব্যক্তির নাম আলমগীর সিকদার (৫৬)। তিনি যাত্রাবাড়ীর কাজলা এলাকার বাসিন্দা।

ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম দ্য ডেইলি স্টারকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে ওই ব্যক্তি মেয়র হানিফ ফ্লাইওভারের নিচ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ তিনি অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এসআইয়ের ধারণা, তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে থাকতে পারেন।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মারসেলীনা সরকার বলেন, পথচারীরা এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। পথচারীরা জানান, ওই ব্যক্তি রাস্তায় পড়েছিলেন। তার মৃত্যু হিট স্ট্রোকে হয়েছে নাকি অন্য কারণে, সেটা ময়নাতদন্তের পর জানা যাবে।

এর আগে গতকাল বিকেলে ঢাকা নার্সিং কলেজের কাছে রিকশা চালানোর সময় এক রিকশাচালক অসুস্থ হয়ে মারা যান।