র‍্যাবের নতুন মহাপরিচালক হারুন অর রশিদ

By স্টার অনলাইন রিপোর্ট
29 May 2024, 13:51 PM
UPDATED 29 May 2024, 19:55 PM

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. হারুন অর রশিদ।

আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহাবুব রহমান শেখের সই করা এক গেজেট প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ৫ জুন থেকে নতুন আদেশ কার্যকর হবে। 

মো. হারুন অর রশিদ র‍্যাবের প্রধান হিসেবে এম খুরশীদ হোসেনের স্থলাভিষিক্ত হবেন।