শহীদ মিনারে মানুষের ঢল

By স্টার অনলাইন রিপোর্ট
3 August 2024, 09:54 AM
UPDATED 3 August 2024, 17:19 PM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ কর্মসূচিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন শিক্ষার্থীসহ হাজারো বিক্ষোভকারী।

প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থলে থাকা আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শনিবার দুপুর আড়াইটার দিকে সেখানে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার হাজারো মানুষ জড়ো হয়েছেন।

piem.jpg
ছবি: পলাশ খান/ স্টার

প্রত্যক্ষদর্শীরা জানান, হালকা বৃষ্টি উপেক্ষা করেই দুপুর ১২টার দিক থেকে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। ৩টার দিকে কয়েক হাজার সাধারণ মানুষ সেখানে জড়ো হন। এসময় কানায় কানায় পূর্ণ হয়ে যায় শহীদ মিনারের আশেপাশের এলাকা।

untitled_design_-_2024-02-18t165816.557.jpg
শহীদ মিনারে জড়ো হয়েছেন বিক্ষোভকারীরা। ছবিটি বিকেল সাড়ে ৩টায় তোলা। ছবি: সিরাজুল ইসলাম রুবেল/ স্টার

এ সময় সরকারের পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। প্ল্যাকার্ড হাতে সেখানে করতালির মধ্য দিয়ে তারা এসব স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভ কর্মসূচিতে বেশ কয়েকজন রিকশাচালককেও স্লোগান দিতে দেখা যায়।

ziaul haque.jpg
ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন বিক্ষোভকারীরা। ছবি: স্টার

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভূক্ত একটি কলেজের শিক্ষার্থী আরিফুল ইসলাম শহীদ মিনার থেকে ডেইলি স্টারকে বলেন, আমরা এই মুহূর্তে সরকারের পদত্যাগ দাবি করছি, কারণ এই সরকারের অধীনে আমাদের ভাইয়ের খুনিদের বিচার আমরা পাব না। আমাদের অনেক ভাইকে পুলিশ গুলি করে হত্যা করেছে। একমাত্র সরকারের পদত্যাগ ছাড়া এইসব খুনের বিচার হবে না।'

শহীদ মিনার ও এর আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি।