ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরে ৪ জনের মরদেহ

By স্টার অনলাইন রিপোর্ট
6 August 2024, 09:08 AM

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের ভেতর থেকে চারজনের দগ্ধ লাশ পাওয়া গেছে।

আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে দ্য ডেইলি স্টারের সংবাদদাতা জাদুঘরের সামনে ফুটপাতে লাশগুলো পড়ে থাকতে দেখেন।

স্থানীয়রা জানান, গতকাল দুপুরে দুর্বৃত্তরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি যা পরে জাদুঘরে রূপান্তরিত হয় তাতে আগুন দেয়।

তারা জানান, ভোরে যেকোনো সময় পুড়ে যাওয়া স্থাপনার ধ্বংসাবশেষ থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

মরদেহগুলো এখনও শনাক্ত করা যায়নি।

তবে স্থানীয়রা বলছেন, লাশগুলো নিরাপত্তারক্ষী বা বহিরাগতদের হতে পারে, যারা জাদুঘরে আগুন ধরিয়ে দেওয়ার পর সেখান থেকে মূল্যবান জিনিসপত্র নেওয়ার চেষ্টা করছিল।

ঘটনাস্থল পরিদর্শনকালে ডেইলি স্টারের প্রতিবেদক দেখেন, সকাল সাড়ে ১০টাতেও জাদুঘর থেকে আগুনের শিখা দেখা যাচ্ছিল।

জাদুঘরের ধ্বংসাবশেষ দেখতে অনেকে সেখানে ভিড় জমান, আবার কেউ কেউ সেখান থেকে অবশিষ্ট মূল্যবান জিনিসপত্র নিয়ে যাচ্ছিলেন।

সেখানে কোনো নিরাপত্তাকর্মী বা ঘটনাস্থল পরিদর্শন করার সময় ডেইলি স্টার রিপোর্টার দেখেন সকাল সাড়ে ১০টা পর্যন্ত জাদুঘর থেকে আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসছে।

জাদুঘরের ধ্বংসাবশেষ দেখতে অনেকে সেখানে ভিড় জমান, আবার কেউ কেউ সেখান থেকে অবশিষ্ট মূল্যবান জিনিসপত্র নিয়ে যাচ্ছিলেন।

সেখানে কোনো নিরাপত্তাকর্মী বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে দেখা যায়নি।