গুমের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

By স্টার অনলাইন রিপোর্ট
14 August 2024, 07:05 AM

গুমের সঙ্গে জড়িত কর্মকর্তাদের গ্রেপ্তারে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে 'মায়ের ডাক'।

আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত মানববন্ধন থেকে এই আল্টিমেটাম দেন 'মায়ের ডাক'র অন্যতম সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি।

তিনি বলেন, 'আমরা জিয়াউল হাসান ও তারেক সিদ্দিকের মতো কর্মকর্তাদের গ্রেপ্তারের দাবি জানাই, যারা গুমের সঙ্গে জড়িত ছিলেন। আমরা সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি।'

একইসঙ্গে এই সময়ের মধ্যে নিখোঁজ ব্যক্তিদের তথ্য প্রকাশ করার দাবিও জানান তিনি।