শুক্রবারও চলবে মেট্রোরেল

By স্টার অনলাইন রিপোর্ট
2 September 2024, 08:34 AM
UPDATED 2 September 2024, 14:41 PM

সপ্তাহের অন্য ছয়দিনের মতো শুক্রবারও মেট্রোরেল চালু রাখার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

এ বিষয়ে আজ সোমবার ডিএমটিসিএল-এর ব্যাবস্থাপনা পরিচালক এ এ এন ছিদ্দিক বলেন, 'শুক্রবারেও মেট্রোরেল চালু রাখার জন্য সফটওয়্যার পরিবর্তনসহ বেশ কিছু কাজ করতে হবে। এ জন্য আমাদের টিম প্রস্তুতি নিচ্ছে।'

ঠিক কোন শুক্রবার থেকে নতুন এই সূচি চালু হবে জানতে চাইলে তিনি বলেন, 'আমাদের একটু সময় দিতে হবে। এটি কয়েকদিনের মধ্যেই জানাতে পারব।'

পূর্ণাঙ্গ সূচিতে চালুর পর থেকে এতদিন শুক্রবার বাদে সপ্তাহের ছয়দিন মেট্রোরেল চলছে।