বাংলাদেশের প্রাতিষ্ঠানিক সংস্কারে সহযোগিতার আশ্বাস ট্রুডোর

By স্টার অনলাইন রিপোর্ট
24 September 2024, 18:17 PM
UPDATED 25 September 2024, 03:37 AM

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

সংক্ষিপ্ত এ বৈঠকে বাংলাদেশ-কানাডা সম্পর্ক আরও দূঢ় করার উপায়, জনসাধারণের স্বাধীনতা আরও বিস্তৃত করা, প্রতিষ্ঠানিক সংস্কার এবং বাংলাদেশের তরুণ সমাজকে সহায়তা করার বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় ট্রুডো বাংলাদেশের প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন।

আজ মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এই একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান উপদেষ্টা জুলাই অভ্যুত্থান চলাকালে ও এর পরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ছবি সম্বলিত 'দ্য আর্ট অব ট্রায়াম্ফ' শীর্ষক আর্টবুক জাস্টিন ট্রুডোকে উপহার দেন।

বৈঠকে অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন প্রধানমন্ত্রী ট্রুডো।

এ সময় প্রধান উপদেষ্টা তুলে ধরেন পূর্ববর্তী সরকার দেশের প্রতিষ্ঠানগুলোকে কীভাবে ধ্বংস করেছিল। তিনি বাংলাদেশের সঙ্গে কানাডার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং অন্তর্বর্তী সরকারের প্রতি কানাডা সরকারের সমর্থনের জন্য প্রশংসা করেন।

এছাড়া, ড. ইউনূস বাংলাদেশের শিক্ষার্থীদের যেন আরও বেশি ভিসা দেওয়া হয়, সে বিষয়ে কানাডার প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন।