অনুপ্রবেশের অভিযোগ, আঙ্গোরপোতায় ২ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

By নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট
15 October 2024, 05:09 AM

ভারতে অুনপ্রবেশের অভিযোগে আটক হওয়া দুই বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

সোমবার বিকেলে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আঙ্গোরপোতা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হয়। রোববার সন্ধ্যায় দালালের মাধ্যমে আঙ্গোরপোতা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে বিএসএফের হাতে আটক হয়েছিলেন তারা।

তারা হলেন বগুড়া সদর উপজেলার আসো মাদাকপাড়া গ্রামের আবেদ আলীর ছেলে আনিরুল ইসলাম (৪০) ও গোকুল গ্রামের দিলবার আলীর ছেলে স্বপন মিয়া (৩৩)।

এই ঘটনার কথা নিশ্চিত করেছেন ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম আলদীন।

বিজিবি জানায়, বাংলাদেশি নাগরিক আনিরুল ইসলাম ও স্বপন মিয়া রোববার সন্ধ্যায় দালালের মাধ্যমে ভারতে অনুপ্রবেশ করেন। ভারতের পশ্চিমবঙ্গের ৬ বিএসএফ ব্যাটালিয়নের অরা্জুন ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করেন। খবর পেয়ে বিজিবি তাদের ফেরতে চেয়ে বিএসএফকে বার্তা দেয়। সোমবার বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।

রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম আলদীন জানান, ভারতে অবৈধভাবে অনুপ্রবেশকারী দুই বাংলাদেশি নাগরিককে সোমবার রাতে পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা হয়েছে।