অনুসন্ধানী সাংবাদিকতায় টিআইবি পুরস্কার পেলেন ডেইলি স্টার রিপোর্টার জায়মা ইসলাম

By স্টার অনলাইন রিপোর্ট
5 December 2024, 08:41 AM
UPDATED 5 December 2024, 14:53 PM

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২৪ পেয়েছেন দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার জায়মা ইসলাম।

এস আলম গ্রুপের অর্থপাচারের অভিযোগ নিয়ে 'এস আলমের আলাদিনের চেরাগ' শীর্ষক প্রতিবেদনের জন্য জাতীয় গণমাধ্যম ক্যাটাগরিতে এই পুরস্কার পেয়েছেন তিনি।

এ ছাড়াও চট্টগ্রামের একুশে পত্রিকার চিফ রিপোর্টার শরিফুল ইসলাম টানা দ্বিতীয়বারের মতো স্থানীয় গণমাধ্যম বিভাগে পুরস্কৃত হয়েছেন।

টেলিভিশন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন যমুনা টেলিভিশনের আল-আমিন হক আহন। এ ছাড়া ইনডিপেনডেন্ট টেলিভিশনের অনুষ্ঠান 'তালাশ' পুরস্কার জিতেছে।