আজ আসছে না জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র, তবে শহীদ মিনারে হবে গণজমায়েত

By স্টার অনলাইন রিপোর্ট
30 December 2024, 19:49 PM
UPDATED 31 December 2024, 09:40 AM

অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দেওয়ায় নিজেদের পরিকল্পনায় কিছুটা পরিবর্তন এনেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পূর্বঘোষিত কর্মসূচি অনুসারে শহীদ মিনারে গণজমায়েত করলেও আজ জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তারা প্রকাশ করবে না।

মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় থেকে এমনই ঘোষণা দেন তারা।

ছাত্রনেতারা বলেন, জুলাই-আগস্টে সংগঠিত গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আবির্ভূত জন আকাঙ্ক্ষা তথা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েমের প্রতিশ্রুতি ভিত্তিতে নতুন বাংলাদেশ এক ঐতিহাসিক পটভূমিতে আবির্ভূত হয়েছে।

'হাজারো শহীদ ও আহত যোদ্ধাদের আত্মত্যাগের স্বীকৃতি ও জন-আকাঙ্ক্ষার দলিলস্বরূপ 'জুলাইয়ের ঘোষণাপত্র' অত্যাবশ্যক ছিল। এই ঘোষণাপত্র প্রণয়নের ঐতিহাসিক দায় জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর বর্তায়।'

তারা বলেন, 'নানা প্রতিকূলতা সত্ত্বেও আমরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশের ছাত্র-জনতার পক্ষে এই ঐতিহাসিক ঘোষণাপত্রের প্রণয়ন ও ঘোষণার দায়িত্ব গ্রহণ করেছিলাম। আমাদের উদ্যোগের ধারাবাহিকতায় বাংলাদেশের আপামর ছাত্র-জনতার মধ্যে স্বতঃস্ফূর্ত ও ইতিবাচক সাড়া সঞ্চারিত হয়েছে।'

'এমতাবস্থায় ছাত্র-জনতার আহ্বানে রাষ্ট্রীয় পর্যায় থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ছাত্র-জনতা এই সময়পোযোগী উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে,' যোগ করেন তারা।

সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেন, গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের অংশ হিসেবেই মঙ্গলবার আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হবো।

গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশে সমর্থন দিতে দেশবাসীকে শহীদ মিনারে জমায়াত হওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে রাতে ১০টার পর জরুরি সভায় বসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। রাত প্রায় ১টা পর্যন্ত সভা চলে।

সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।