মার্চ ফর ইউনিটি: সকাল থেকেই শহীদ মিনারে জড়ো হচ্ছে ছাত্র-জনতা

By স্টার অনলাইন রিপোর্ট
31 December 2024, 05:12 AM
UPDATED 31 December 2024, 12:13 PM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা 'মার্চ ফর ইউনিটি' কর্মসূচি উপলক্ষে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেছে ছাত্র-জনতা। এখন চলছে মঞ্চ তৈরির কাজ।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের জ্যেষ্ঠ আলোকচিত্রী প্রবীর দাশ জানান, বর্তমানে শহীদ মিনার চত্বরে ছাত্র-জনতা মিলিয়ে কয়েকশ মানুষ রয়েছেন। বেশিরভাগেই এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। শহীদ মিনারের মূল বেদীতে চলছে মঞ্চ তৈরির কাজ, বসানো হচ্ছে সাউন্ড বক্স। অনেককে সে কাজে শামিল হতে দেখা গেছে।

radhabinod.jpg
ছবি: প্রবীর দাশ/স্টার

এক দল শিক্ষার্থীকে দেখা গেলো ব্যানার সহকারে মিছিল নিয়ে শহীদ মিনারে আসতে। তারা এসেই চত্বরে অবস্থান নিয়ে পতিত স্বৈরাচার হাসিনা বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

মৌলভীবাজার থেকে আসা শফিকুল ইসলাম নামে এক শিক্ষার্থী জানান, তারা প্রায় ৩০০ শিক্ষার্থী শহীদ মিনারে এসেছেন। গতরাত ৩টার দিকে রওনা দিয়ে সকাল ৯টায় শহীদ মিনারে এসে পৌঁছান। চত্বরে আসার পর দেশের অন্যান্য প্রান্ত থেকে আসা শিক্ষার্থীদের সঙ্গে তাদের দেখা হয়।

Australia
ছবি: প্রবীর দাশ/স্টার

তিনি বলেন, 'আজ আমরা ৩৬ জুলাইয়ের চেতনা ধারণ ও মুজিববাদের সংবিধানের কবর রচনা করতে শহীদ মিনারে এসেছি।'

গতকাল দিবাগত রাত পৌনে ২টার দিকে বাংলামোটরে নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেখানে বলা হয়, আজ মঙ্গলবার বেলা ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে 'মার্চ ফর ইউনিটি' (ঐক্যের জন্য যাত্রা) কর্মসূচি পালন করা হবে।