সবজি খামারে যাচ্ছিলেন উমেপ্রু, হঠাৎ গুলি এসে লাগে পেটে
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় উমেপ্রু মারমা (৩৪) নামে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন।
উপজেলার তারাছা ইউনিয়নের হিমাগ্রীপাড়ায় আজ সোমবার সকালে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শাক-সবজি সংগ্রহ করতে সকালে খামারে যাচ্ছিলেন উমেপ্রু। হঠাৎ গুলির শব্দ শোনা যায়। পরে জানতে পারি উমেপ্রু গুলিবিদ্ধ হয়েছেন, তার পেটের বাম পাশে গুলি লেগেছে।
ক্যসিংনু মারমা বলেন, তার বোন বান্দরবান সদর উপজেলার বালাঘাটা করুণাপুর চাকমাপাড়ায় সপরিবারে ভাড়া থাকেন। গতকাল হিমাগ্রীপাড়ায় বেড়াতে এসেছিলেন।
'দিদির জ্ঞান না ফেরায় গুলির লাগার ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে পারিনি,' বলেন ক্যসিংনু।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ্র মুকুল চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা একজন নারীর গুলিবিদ্ধ হওয়ার তথ্য পেয়েছি। পুলিশ তদন্ত করছে, পরবর্তীতে বিস্তারিত জানানো সম্ভব হবে।'
বান্দরবান জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) দিলীপ চৌধুরী ডেইলি স্টারকে বলেন, 'ওই নারীর পেটের বাম পাশে গুলি লেগেছে। পেটের ভেতরে রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।'