ছবিতে ঈদের সকাল

By স্টার অনলাইন রিপোর্ট
7 June 2025, 08:42 AM
UPDATED 7 June 2025, 15:31 PM

প্রতিবারের মতো এবারও ঈদুল আজহার সকালে ছিল চিরচেনা রীতিনীতির ধারা।

5.jpg
বায়তুল মোকাররম মসজিদে মুসল্লিদের নামাজ আদায়। ছবি: প্রবীর দাশ

4.jpg
বায়তুল মোকাররম মসজিদে নামাজ আদায়রত মুসল্লিরা। ছবি: প্রবীর দাশ

ধর্মপ্রাণ মুসলমানদের সকাল কেটেছে নামাজ, পরিবার ও পশু কোরবানির ব্যস্ততায়।

2.jpg
কোরবানির গরু নির্ধারিত স্থানে নিয়ে যাচ্ছেন একদল পুরুষ। ছবি: প্রবীর দাশ

তবে কিছু মানুষের জন্য সেবাই যেন ঈদ। 

3.jpg
উত্তরায় কাজ করছেন ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীরা। ছবি: তানজিল রেজওয়ান

প্রতি কোরবানির ঈদের মতো এবারও ঢাকা শহরের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা পরীক্ষার মুখে পড়েছে।

6.jpg
ঢাকার বংশালে কাজ করছেন ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মীরা। ছবি: প্রবীর দাশ

তবে শহরের সব প্রান্তে তৎপর আছেন নগরকর্মীরা। তারা কোরবানির বর্জ্য পরিষ্কারে কাজ করে যাচ্ছেন।