আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার এই সরকারের সময়েই হবে: আসিফ নজরুল

By নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট
16 July 2025, 09:48 AM
UPDATED 16 July 2025, 16:05 PM

অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি, এই সরকারের সময়ে শহীদ আবু সাঈদের হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করা সম্ভব হবে।

আজ বুধবার দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) স্বাধীনতা স্মারক মাঠে আয়োজিত 'জুলাই শহীদ দিবস' ও শহীদ আবু সাঈদের প্রথম শাহাদতবার্ষিকীর আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, 'গণতন্ত্রের আন্দোলনে বহু মানুষ শহীদ হয়েছেন, কিন্তু আবু সাঈদের মতো বুক চিতিয়ে, আদর্শিক দৃষ্টান্ত রেখে, সাহসিকতার সঙ্গে আত্মত্যাগ বিরল। তিনি আমাদের সময়ের বীরশ্রেষ্ঠ।'

তিনি আরও বলেন, 'এমন বীরত্বপূর্ণ মৃত্যুকে অনুধাবন করতে আমাদের সময় লাগবে। যারা জানত পুলিশ গুলি চালাবে, তারপরও তারা পিছপা হয়নি—এই সাহসই আন্দোলনের ভিত্তি। আমরা এখন যে স্বাধীনভাবে কথা বলি, প্রশ্ন করতে পারি, সেটার পেছনে রয়েছে জুলাই আন্দোলনের অবদান।'

ড. আসিফ নজরুল বলেন, 'এই শহরেই গড়ে উঠবে একটি আন্তর্জাতিক মানের হেলথ সিটি, যেন মানুষকে চিকিৎসার জন্য ভারত বা অন্য কোথাও যেতে না হয়, বরং রংপুরেই আসেন। লালমনিরহাটের পরিত্যক্ত বিমানবন্দর পুনরায় সচল করার উদ্যোগও নেওয়া হয়েছে।'

'রংপুর হচ্ছে শহীদ আবু সাঈদের। এ অঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলিত। অথচ এখানকার মানুষ অত্যন্ত সহজ, সরল ও আন্তরিক। এখন সময় এসেছে রংপুরবাসী যেন নিজেদের অধিকার সচেতনভাবে বুঝে নিতে পারে,' যোগ করেন তিনি।

শহীদ পরিবারের উদ্দেশে আইন উপদেষ্টা বলেন, 'আপনাদের সন্তানেরা আমাদের চির ঋণী করেছে। তারা নিজেদের আত্মত্যাগের মাধ্যমে আমাদের মুক্তির পথ দেখিয়েছে। তাদের স্মৃতি জাতির জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে।'