শাহজাদপুর-মেরুল বাড্ডায় ২ বাসে আগুন

By স্টার অনলাইন ডেস্ক
10 November 2025, 04:23 AM
UPDATED 10 November 2025, 10:41 AM

রাজধানীর শাহজাদপুর ও মেরুল বাড্ডা এলাকায় দুই বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে বারিধারার ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নির্বাপণ করে। 

বারিধারা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সৈয়দ মনিরুল ইসলাম বলেন, ভিক্টর পরিবহনের বাসে শাহজাদপুর এলাকায় ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। এ সময় দুই থেকে চারজন যাত্রী ছিলেন। 

আগুন দেখতে পেয়ে বাসের ড্রাইভার-হেলপার ও যাত্রীরা দ্রুত নেমে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস এর দুইটি ইউনিট আগুন নির্বাপণ করে। এ ঘটনায় কেউ হতাহত হননি বলেও জানান মনিরুল।

এর প্রায় আধা ঘণ্টা পরে মেরুল বাড্ডা এলাকায় আকাশ পরিবহনের একটি পার্কিং করা গাড়িতে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করে। 

আগুনের কারণ তদন্তাধীন বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন মেরুল বাড্ডায় একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা হবে। তদন্ত করে দেখা হবে এটি নিছক আগুনের ঘটনা, নাকি কেউ আগুন দিয়েছে।