১০ম নলেজ ফেয়ার: যৌন ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় ব্যবসায়িক উদ্যোগও গুরুত্বপূর্ণ
যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার কেবল একটি অধিকারভিত্তিক সেবা নয়, বরং এটি সামাজিক উদ্ভাবন, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। এই ধারণাকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে ১০ম নলেজ ফেয়ার। এবারের আলোচ্য বিষয় ছিল 'তৃণমূল পর্যায়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার সম্পর্কিত ব্যবসায়িক উদ্যোগ'।
রোববার বনানীর হোটেল শেরাটনে এই মেলার আয়োজন করে শেয়ার-নেট বাংলাদেশ। নেদারল্যান্ডস দূতাবাস ও অ্যামপ্লিফাইচেঞ্জ-এর সহায়তায় আয়োজিত এই অনুষ্ঠানে ৩০০-এর বেশি বিশেষজ্ঞ, উদ্যোক্তা, নীতিনির্ধারক ও উন্নয়ন সহযোগী অংশ নেন।
দিনব্যাপী এই আয়োজনে মাসিকের স্বাস্থ্য, বাল্যবিবাহ রোধ এবং যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা বিস্তারে নৈতিক ও কমিউনিটি-ভিত্তিক ব্যবসায়িক মডেলের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, এই খাতে বিনিয়োগ কোনো অনুদান নয়, বরং এটি একটি স্মার্ট ও টেকসই ব্যবসা যা দীর্ঘমেয়াদি সামাজিক ও অর্থনৈতিক লাভ নিশ্চিত করে।
উদ্বোধনী সেশনে প্রধান অতিথির বক্তব্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. আশরাফি আহমদ বলেন, 'বাংলাদেশ সরকার এখন বিদেশি অর্থায়নের পরিবর্তে নিজেদের সক্ষমতা বাড়ানোর ব্যাপারে গুরুত্বারোপ করছে। এ ধরনের যেকোনো উদ্যোগে পরিবার পরিকল্পনা অধিদপ্তর প্রয়োজনীয় সব সহযোগিতা অব্যাহত রাখবে।'
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে শেয়ার-নেট বাংলাদেশের প্রজেক্ট ডিরেক্টর ও রেড অরেঞ্জ লিমিটেডের এমডি অর্ণব চক্রবর্তী বলেন, 'এবারের নলেজ ফেয়ারে আমরা জানব, কীভাবে ব্যবসার শক্তিকে কাজে লাগিয়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার নিশ্চিত করা যেতে পারে।'
বিশেষ অতিথির বক্তব্যে এসএমসি-এর এমডি ও সিইও তসলিম উদ্দিন খান এসটিআই ও এইচআইভি-এর মতো রোগের প্রাদুর্ভাব বাড়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সরকারি-বেসরকারি সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানান। এছাড়া সুইডিশ দূতাবাসের হেলথ অ্যাডভাইজার ডা. মোহাম্মাদ জহিরুল ইসলাম টেকসই ভবিষ্যৎ গঠনে দায়বদ্ধতার ওপর জোর দেন।
উইমেনস অ্যাফেয়ার্স রিফর্ম কমিশনের চেয়ারপারসন ও নারীপক্ষ-এর প্রতিষ্ঠাতা শিরীন হক সি-সেকশনের বাণিজ্যিকীকরণের সমালোচনা করে বলেন, 'সন্তান প্রসবের মতো একটি মৌলিক সেবাকে বাণিজ্যিকীকরণ করে অপ্রয়োজনীয় সি-সেকশন করা হচ্ছে। বিনিয়োগের মাধ্যমে কেবল ক্রেতা তৈরি নয়, সুবিধাবঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করতে হবে।'
অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে নেদারল্যান্ডস দূতাবাসের সিনিয়র পলিসি এডভাইজার মাশফিকা জামান সাতিয়ার বলেন, 'আজকের বিশ্ব ব্যবসাভিত্তিক ব্যবস্থার দিকে এগোচ্ছে। অলাভজনক সামাজিক ব্যবসার বিকাশ বাস্তব ও টেকসই প্রভাব তৈরি করতে পারে।'