জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

By স্টার অনলাইন রিপোর্ট
18 December 2025, 16:51 PM
UPDATED 18 December 2025, 22:59 PM

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

আজ বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।  

প্রেস উইং জানায়, কিছুক্ষণের মধ‍্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। 

বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি নিউজ একযোগে ভাষণটি সম্প্রচার করবে।

সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ পাওয়ার কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টার ভাষণ দেওয়ার তথ্য জানানো হয়।

গতকাল রাতে প্রেস উইং জানায়, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন। তিনি জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেন।