ছবিতে খালেদা জিয়ার জানাজা ও দাফন

By স্টার অনলাইন ডেস্ক
31 December 2025, 11:56 AM
UPDATED 31 December 2025, 19:11 PM

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানিয়েছে বাংলাদেশ। 

জানাজা থেকে দাফন—এই ফটো স্টোরিতে তুলে ধরা হয়েছে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা, জনসমুদ্র আর শোকের মুহূর্তগুলো।

608128865_850005290986189_7714448126755853895_n.jpg

609181653_26054768430795939_5893229517735286093_n.jpg

605112001_1510803927077709_6317866655611174714_n.jpg

590515483_1510803830411052_2387988464523588650_n.jpg

আজ বুধবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে ঢাকার জিয়া উদ্যানে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

605638838_1510621890429246_6068608744009828433_n.jpg

605536598_1510803530411082_8942051308703848131_n.jpg

এর আগে জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউতে বিপুল মানুষের অংশগ্রহণে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজাকে ঘিরে ঢাকার প্রধান সড়কগুলো পরিণত হয় মানুষের ঢলে।

607792793_122183434922466590_4539284532796184849_n.jpg

605709637_1291490689677780_4213683679599986927_n.jpg

605196963_122183434508466590_6002428626439963820_n.jpg

সংসদ ভবন থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় পতাকায় মোড়া লাশবাহী গাড়িতে করে খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে নেওয়া হয়।

605112704_1333485705489550_1609870818897583811_n.jpg

606411279_122183434502466590_1893709712036269884_n.jpg

605285914_122183434856466590_7151493392975599473_n.jpg

বিকেল সাড়ে ৪টার দিকে বিশেষ বাহনে করে মরদেহ নেওয়া হয় শহীদ জিয়াউর রহমানের সমাধির পাশে। সেখানে সেনা ও নৌবাহিনীর সদস্যরা কফিন কাঁধে তুলে নেন।

_0h8fs2u.jpeg

608107199_122183434718466590_4419227187733675252_n.jpg

605724817_122183435084466590_1184593657063394750_n.jpg

দাফনের সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান ও তার মেয়ে জাফিরা রহমানসহ পরিবারের সদস্যরা। বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও সেখানে শোক ও শ্রদ্ধা জানান।

এর আগে মানিক মিয়া অ্যাভিনিউতে বেলা ৩টা ০২ মিনিটে খালেদা জিয়ার জানাজা শুরু হয়। জানাজা পড়ান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান তার মায়ের জন্য সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং কারও কাছে কোনো ঋণ বা পাওনা থাকলে তা পরিশোধের অঙ্গীকার করেন।

603069406_1333485622156225_1494296284340843252_n.jpg

605740392_1665830268160479_2799946602629615466_n.jpg

608018233_896051996686533_408440893919107024_n.jpg

শেষ শ্রদ্ধা জানাতে রাজধানীর রাস্তায় নেমে আসে অগণিত মানুষের ঢেউ। মানিক মিয়া অ্যাভিনিউ রূপ নেয় জনসমুদ্রে। যতদূর চোখ যায়, শুধু মানুষ আর মানুষ।

605802475_1585994472539092_5050433479333671893_n.jpg

manik-mia04_0.jpg

সকাল থেকেই জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সের দক্ষিণ প্লাজায় শোকাহত মানুষের ভিড় জমতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের সারি দীর্ঘ হতে থাকে। ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে আসাদ গেট পেরিয়ে কারওয়ান বাজার পর্যন্ত বিস্তৃত হয় মানুষের লাইন।

প্রধান সড়কের পাশাপাশি সংযোগ সড়ক ও গলিপথেও মানুষ ধৈর্যের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন। অনেকের হাতে ছিল দলীয় পতাকা ও প্ল্যাকার্ড, আবার কেউ কেউ নীরবে দোয়া করছিলেন। জনসমাগম ছড়িয়ে পড়ে উড়াল সড়ক, ভবনের ছাদ এবং আশপাশের এলাকাতেও।

হলিক্রস রোড, পূর্ব ও পশ্চিম তেজতুরীপাড়া, গ্রিনরোডসহ আশপাশের এলাকায়ও ছিল বিপুল উপস্থিতি। তীব্র যানজট উপেক্ষা করেই স্থানীয় বাসিন্দারা জানাজায় অংশ নেন।

605200404_3688539188108600_523384739065377483_n.jpg

605595722_1510758723748896_5216201613546429481_n.jpg

বিএনপি সমর্থকদের পাশাপাশি সাধারণ নাগরিকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। বয়স্ক, নারী ও তরুণ—সব বয়সের মানুষের অংশগ্রহণে স্পষ্ট হয়ে ওঠে খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রভাব। অনেককেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার মধ্যে আবেগাপ্লুত দেখা যায়।

605472886_870802665490743_8885192684717871209_n.jpg

605514577_1640051457161382_3849791404512778931_n.jpg

গতকাল মঙ্গলবার ভোর ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে মারা যান খালেদা জিয়া। বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ, আলোচিত ও প্রভাবশালী অধ্যায়ের নাম—খালেদা জিয়া।