বিএনপি কার্যালয়ের সামনে ফখরুলের অবস্থান

By স্টার অনলাইন রিপোর্ট
7 December 2022, 11:26 AM
UPDATED 7 December 2022, 18:59 PM

রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে অভিযান চালাচ্ছে পুলিশ। ইতোমধ্যে কার্যালয়ের ভেতর থেকে ৫ থেকে ৭ জনকে পুলিশ আটক করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা।

318448883_5599703760120576_5224615555659857789_n.jpg
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে পুলিশ নিয়ে যাচ্ছে। ছবি: পলাশ খান/স্টার

ঘটনাস্থল থেকে আমাদের সংবাদদাতা জানান, বিএনপি কার্যালয়ে পুলিশের একটি দল প্রবেশ করার পর কার্যালয়ের প্রধান গেট বন্ধ করে দেওয়া হয়।

318203884_671747794425782_4606043766299434121_n.jpg
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: পলাশ খান/স্টার

সেসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কার্যালয়ের ভেতর প্রবেশ করতে চাইলে তাকে বাধা দেয় পুলিশ। পরে তিনি সেখানেই অবস্থান গ্রহণ করেন।

arrest_0.jpg
বিএনপি কার্যালয় থেকে আটককৃতদের প্রিজনভ্যানে করে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: মুনতাকিম সাদ/স্টার

বিএনপি কার্যালয়ের ভেতর পুলিশের অভিযান এখনো চলছে।