ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে বিএনপি

By স্টার অনলাইন রিপোর্ট
8 December 2022, 13:16 PM

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে ডিএমপি কার্যালয়ে বৈঠক করছেন বিএনপির প্রতিনিধি দল।

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর নেতৃত্বে প্রতিনিধি দলে আরও আছেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট আহমেদ আজম খান, অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে প্রতিনিধিদলের বৈঠক শুরু হয়।
গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের পর ঢাকায় ১০ ডিসেম্বর বিএনপির পরিকল্পিত সমাবেশ নিয়ে অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে এ বৈঠক হচ্ছে।