সায়েন্স ল্যাব এলাকায় বিএনপি-পুলিশ সংঘর্ষ

By স্টার অনলাইন রিপোর্ট
23 May 2023, 10:24 AM
UPDATED 23 May 2023, 20:22 PM

ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

পুলিশ জানায়, বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ শাখা বিএনপি ওই এলাকায় বিক্ষোভ মিছিল বের করার পর সংঘর্ষের ঘটনা ঘটে।

নিউমার্কেট থানার একটি সূত্র দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে আজ ঢাকায় বিএনপির বিক্ষোভ মিছিল কর্মসূচি ছিল।