সাতরাস্তা মোড় থেকে মহাখালী পর্যন্ত আ. লীগের শোভাযাত্রা

By স্টার অনলাইন রিপোর্ট
19 July 2023, 05:29 AM
UPDATED 19 July 2023, 13:26 PM

রাজধানী ঢাকায় আজ বুধবার আওয়ামী লীগ 'শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা' করবে। তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় থেকে মহাখালী পর্যন্ত এই শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

এ কর্মসূচির আয়োজক ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।

সাতরাস্তা থেকে তিব্বত,  নাবিস্কো হয়ে মহাখালী বাস টার্মিনাল পর্যন্ত হবে শোভাযাত্রা।

শোভাযাত্রা শুরুর আগে বিকেল ৩টায় সমাবেশ হবে বলে জানা গেছে। এতে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গতকাল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে ধানমণ্ডি ৩২ নম্বর পর্যন্ত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করে।