খালেদা জিয়া হাসপাতালে ভর্তি

By স্টার অনলাইন রিপোর্ট
9 August 2023, 14:17 PM

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার রাত ৮টার দিকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, 'স্বাস্থ্য পরীক্ষার জন্য চেয়ারপারসনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে ভর্তি করার পরামর্শ দিয়েছেন।'

স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিএনপি চেয়ারপারসন গুলশানের বাসভবন থেকে হাসপাতালের উদ্দেশে রওনা দেন।

সে সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে গত ১২ জুন রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, লিভার ও কিডনি জটিলতায় ভুগছেন।

দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালে খালেদা জিয়া কারাগারে গিয়েছিলেন। দেশে করোনা মহামারি শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে।

এরপর কয়েক দফায় তার দণ্ডাদেশ স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে। সাজা স্থগিতের শর্ত হিসেবে তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।