খালেদা জিয়াকে আবার সিসিইউতে স্থানান্তর

By স্টার অনলাইন রিপোর্ট
29 September 2023, 14:30 PM
UPDATED 29 September 2023, 21:34 PM

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আবার কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে।

আজ শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে।

অবস্থার অবনতি হওয়ায় গত সপ্তাহে দুবার খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়।

খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন। গত ৯ আগস্ট থেকে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

কারাদণ্ড পাওয়া বিএনপি চেয়ারপারসনকে ২০২০ সালে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়। এরপর থেকে তিনি হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা নিচ্ছেন।

তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন তার পরিবারের সদস্যরা।

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আবেদনের বিষয়ে শিগগিরই মতামত দেওয়া হবে বলে গতকাল জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।