যাত্রাবাড়ী ও ধানমন্ডিতে ২ বাসে আগুন

By স্টার অনলাইন রিপোর্ট
19 November 2023, 17:53 PM

রাজধানীর যাত্রাবাড়ী ও ধানমন্ডি এলাকায় পৃথক দুই বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

বিএনপির ডাকে চলমান ৪৮ ঘণ্টার হরতালের মধ্যে রোববার রাতে এ দুই ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস জানায়, রাত ৯টা ৫৭ মিনিটে যাত্রাবাড়ী থানার সামনে একটি বাসে আগুন দেওয়া হয়।

খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।

এর আগে, ধানমন্ডিতে মিরপুর রোডে রাত ৮টা ২০ মিনিটে আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। 

উভয় ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।